১)
আগুন স্বপ্ন দেখে কবি, কবি অন্তর দগ্ধ !
অন্ধকারে রং অস্বীকারে রাত্রি চোখ বর্ণান্ধ !
পোড়া মুখে পোড়া কথার আগুন বিনিময়!
আগুন ঘোড়া রং ছড়াবে হোক না সূর্যোদয়।
##
২)
সারা রাতে বারবার, ঘুম আর স্বপ্নের পলায়ন,
সারা রাত কবিতার,ভুলভাল ভাবসম্প্রসারণ,
একা একা ঘুরে ফিরে রাত চরে উপোসী ষন্ড।
শেষ হল কাক ভোরে অনিদ্রার উত্পাত কাণ্ড !
##
৩)
ও আমার পাথর নদী,
স্রোতে তুই টানলি যদি !
ডুবতে আমার নেই তো দ্বিধা
তুই তো আমার গোপন রাধা!
##
৪)
ভিড়,শোরগোল, সদ্যোজাতর কান্না ভাসে!
অকালমৃত্যুর ভয়ে বমি বমি ভাব আসে !