ঘুমের জন্য প্রার্থনা,
চেয়েছি একাকী কদিন শান্ত ঘুমের দিন,
পবিত্র প্রেমিকের ঘুমের জন্য নিরুদ্বিগ্ন প্রেম প্রয়োজন।
গভীর মূলী প্রেম!
এ প্রেম স্পর্শ করতে যেতে হবে মন্দিরে।
নিঃস্বার্থ প্রেমের অনুভূতি, প্রাণের ঘুম কেন্দ্র স্পর্শ করে।
প্রতিদিন ঘুম শেষে
ফিরে আসি লড়াইয়ের অস্থির জীবনে,
ভীড়ে থেকে ভীড় ছাড়া, অযথা ব্যস্ততা ছেড়ে একা বসবাস.
কখন যে চলে যাই,
আবার কোথাও ! বেঁচে থাকা আর কত দিন!
সাথে থাক অক্ষয় ঘুমের অনুভূতি, প্রাণ কেন্দ্র স্পর্শ করে।
নিজস্ব সময় চাই
খুঁজি নির্জন নি:শব্দ কোণ, ঘুমাই কটা দিন
অটুট লুকানো প্রাণবন্ত ঘুমকে কেউ আর স্পর্শ করো না!