পদ্ম ফুল পরিত্যক্ত !
দায়িত্ব নেয় নি ক্লীবলিঙ্গ  ভুত মন!
শরীর খাওয়া অনুভূতি!
অতঃপর ভরপেট অর্থগৃধ্নুর পলায়ন!
রোয়া বিষে  ক্ষতি রোজ,
এখন বুঝেছি রোমান্টিকতার  নিকুচি!
কিছু মন ভুলানো কথা,
প্রবঞ্চনায় কেবল দৃষ্টি ভিজিয়েছি !
দীর্ঘ অপেক্ষায় প্রেম লজ্জিত,
প্রেমের ক্ষমা নেই!ক্ষমা চাওয়া নেই!
অস্পৃশ্য প্রেম আছে শুদ্ধ
অপ্রেমী বিবাহের কলুষিত স্পর্শ ছাড়াই!