রূপসা নদীর পাড়ে মন ফসকে পাগলা হাওয়ায়
ভাঙ্গলো যত্নে রাখা ফুলদানি!
বসে আছি হতাশ হয়েও জোড়া লাগার আশায়,
ভুলেও ফিরবে কী অভিমানী!
# # #
এ কবিতা কেউ যদি ভুল করে পড়ে,
জীবন কেটে যাবে তুমি তুমি করে !
তুমি চেযারে ড্রয়ারে,লকেটে পকেটে!
তুমি ছাড়া দিশে হারা সময় কি কাটে!