দেখলে জিভ তোতলে যায়
তোতে পাগল আমি !
ভাবের ডোবায় ডুবে মরি,
হাসেন অন্তর্যামী !
পিরীত ভূতে ঢেলা মারে,
হরমোনেরই খেলা!
প্রেম গাড়ী পুঁ ঝিক ঝিক
সকাল সন্ধ্যে বেলা!
তুই আমার ঐশ্বর্য রাই
আমি শাহরুক খান!
জানি পরে মারবি ল্যাং
এখন আমার জান !
একটা ডাকে ক্লাসের ফাঁকে
এখান সেখান দেখা !
দু দিন পরে যাবি চলে
তখন হৃদয় খাঁ খাঁ !
# # #
ভাবছি যখন বুঝেই গেছি
প্রেম পিরীতির সার,
পিরীত ভুতের কবল থেকে
আমি পগার পার!