টিকে থাকতে চতুর্দিকে চলে হট্টগোল
ঘোল খাওয়ানো গন্ডগোলে সব শেয়ানা চালু মালে
তলে তলে পাল্টে ফেলে যখন তখন ভোল।
--------------------------------------------------------
স্বপ্ন হীন কোনো এক মাঝ রাত !
আমার তপ্ত বুক ছুঁয়েছিল তোমার নরম হাত
হাত পুড়েছে তপ্ত বুকের সাথ!
-------------------------------------------------------
একা ভাবছি মনে ঘরের কোণে
দুনিয়াটাকে নেব কিনে ইন্টারনেট আর সেল ফোনে
গন্ড গোল কেবল লাইন কানেকশনে।