পারিব না এ কথাটি বলিও না আর,
একবার না পারিলে দেখ শতবার।
**
ঠিক বুঝেছি সার অর্থ এই কবিতার
রোজ করি ঝগড়া, মানি না তো হার।