কথায় কথায় কী এত শর্ত !
এ কী বন্ধুত্ব না কী "ৎ " !
####
স্বপ্ন দৌড়,পৌঁছব সিঁড়ির শেষ বিন্দুতে,
হৃদ রোগে নাম ছুঁলো "চন্দ্রবিন্দু" তে !
####
আমাদের গর্ব, গড়ব এক স্বর্গ !
চিন্তা কেবল কলহ বিসর্গ !
####
রং ঢং সং সব তাঁর নিয়ম অনুসার
সংসার ছুঁয়ে দেখি তাতেও অনুস্বার!