সুখের বাসায় কষ্ট
. দুঃখবিলাস, হতাশা !
কষ্ট কীট ধরছে
. সুখে অসুখ মাকড়সা !
দিন রাত্রি দুঃখযাত্রী
. রজ্জু সাপে ভয় !
সুখে থাকা প্রাণ,
. মিথ্যা চিন্তা অপচয়।
অলস মন দুঃখ-ব্যস্ত
. কাজ দুঃখ করা,
দুঃখীর কাজ দুঃখ-জপ
. দুঃখে জীবন ভরা।
দুঃখকে ভালবাসি, দুঃখ
. সুখে বরণ করি
খুশিতে সুখ বিলিয়ে দিয়ে,
. দুঃখ হরণ করি।