শরীর ঢুকে শরীর ভিতর, জ্বলছে শরীর বুকে,
মনের বুকে শরীর কাঁদে, মাথা প্রলাপ বকে।
শরীর জুড়ে ঘেন্না ঘুরে বাজারী খুন  গরম,
নে নিয়ে যা চামড়া শরীর, নেই লজ্জা শরম!