যাব আমি যাবই আমি শুখা নদীর পার,
সেখানেতে  আছে আমার
গোল রঙ্গিন পাথর হার,
শুকনো নদীর বালির চরে
হারিয়ে রঙ্গিন গোল পাথরে
সুতো হয়ে পড়ে  আছে গোল পাথরের হার।