ছুঁবি স্বপ্নের চাঁদ!
পাবি কী চাঁদে মাটির স্বাদ!
ডুববি নিস্তল সাগরে!
পাবি কী বায়ু নিস্তল কন্দরে !
কাঁদবি নিসঙ্গ নীরবে!
ফিরবে কী সুখ নিরানন্দ প্রসবে !
জ্বলবি বুকপোড়া রাগে!
পারবি কী পোড়াতে লুকানো দাগে !
নিবি বিচ্ছেদ বিদায়!
এক বার চলে গেলে ফেরা কি যায়!
* * * * * * * * * *
মান ছেড়ে আয় মাটি ছোঁয়া পথে, সুগন্ধ বাতাসে চাঁদমুখ অপেক্ষায় হাসে,
ডিনারের পরে হাঁটি সাথে রাতে, দেখি কোলে শিশুচাঁদ দুজনকে ভালবাসে।