রাত্রি বেলা দোল দোল
ভুতের দলে গন্ডগোল
ভুত বলে হায় রাম
রাম হুইস্কির হাই দাম,
রাম না পেয়ে চুল্লু গিলে
ভুতই হলাম পটল তুলে।