রাত
ঘুম ঘুম ঘুম রাত নিঃঝুম,
গরমে শীত আসে শরমে কী কল্পদ্রুম,
চুম চুম চুম স্বপনের ঘুম।

ঢেউ
সাগরের গায় ঢেউ  ফিরে যায়,
ঢেউ গায়ে কেউ কেউ  মন নৌকা ভাসায়
ঢেউ মন দুইই ভেঙে যায়।