জীবনের অধ্যায় যেন আজ ঝলসানো গদ্যময়
প্রতিটি সময় কুলষিত সমাজে নোংরাময় ।
ধর্মের জাঁতাকলে প্রতিটি ক্ষণ আজ বাকরুদ্ধ
উঠছে আওয়াজ কানে কানে মানবজাতি তবুও স্তব্দ ।
হোক বিপ্লব বাঁচতে হবে মানুষ মানুষের তরে
বিষময় ধর্ম ছিঁড়ে ফেলো সমুদ্রের দ্বারে ।
জাত পাত ভেদাভেদ ভুলবো মোরা সবাই
ধর্মের উপরে মানুষ সত্য সবাই মোদের ভাই ।
দেশ হবে সবার সেরা আমরা সবাই এক
দাঙ্গা নীতি নিপাত যাবে ধর্ম করে ত্যাগ ।