একলা রাত সে যে আমার বড় আপন
ভাবনায় তোমায় নিজের করে পাই তখন
একাকীত্বের বিহ্বল তায় তোমাতে মজে মন ।
অঝোরে বৃষ্টির শব্দে রাতে একলা জীবন
বিশ্বাতীতে অচিন মন খুঁজে ভালোবাসা যখন
নয়ন সম্মুখে না পেয়ে অ-সুখে জর্জরিত মন ।
রাতের নিস্তব্ধতা হয়েছে যখন গভীর
হৃদয়ের ব্যাকুলতা মনকে করেছে স্থির
স্মৃতির ঘনত্বে ভিজে ভালোবাসা তুলেছে শির ।
জ্বলে পুড়ে ভালোবাসা হয়েছে খাঁটি সোনা
তার যন্ত্রণা বেদনা মনকে করেছে আনমনা
রাতের ভালোবাসার ভাবনা আজ যে হাতগোনা ।
ভালোবাসা প্রকাশের রাত সে যে আমার একার
শীতের কুয়াশাঘন বিস্ময়ে অনেক তার প্রকার
আবেগ ঘন মনে নিঃসঙ্গ রাতে হয়েছে প্রকাশ ॥