অলসতাকে সরিয়ে
মনে আনো শক্তি,
ওঠো তুমি জেগে
জীবনকে দাও মুক্তি ।
সূর্য ওঠে রোজ
নতুন আলো নিয়ে,
তেমন তুমি জাগো
নতুনের আশা নিয়ে ।
সময় বহিয়া যায়
দেয় না কভু সুযোগ,
কিছু করার তরে
এটাই তোমার সু-যোগ ।
মলিনতা সরিয়ে জাগো
সময়ের সাথে সাথে,
কর কাজ দিনদরিদ্রের
করো সমাজের তরে।
তবেই হবে মুক্তি
দেশের ও দশের ,
গাইবো মোরা জয়গান
আনবো নতুন ভোর
প্রজন্ম এগিয়ে যাবে
উঠবে নতুন রোদ॥