এই ছেলে তোর কষ্ট কেউ কি বোঝে ?
ছোটো ছিলি ভালো ছিলি যেই বড় হলি !
অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরায়
পেটের তাগিদায় অভাবের তাড়নায় বাইরে গেলি কাজে ।
বাড়িতে ফেলে বয়স্ক মা বাবা বোনকে রেখে ।
সারাদিন হাড়ভাঙা খাটুনি করে বাসায় এলি ফিরে
কি খাবি কি জামাবি ভাবতে বসলি সারারাত ধরে ,
দিন যায় রাত যায় মাসও হল এবার পার
বাড়িতে পাঠাতে হবে পয়সা পকেট যে তোর গড়ের মাঠ ।
বোন যে হচ্ছে বড় বাড়িতে রাখা যায় না আর ফেলে
বিয়ে যে তার দিতে হবে পয়সা জোগাড় করছিস ঘাম ফেলে ।
ধীরে ধীরে সব সামলে বাড়িতে যখন আনলি স্থিতি
বাবা মা বলে ছেলেটার এবার বিয়ে দিয়ে আমরা নেবো ছুটি ।
বিয়ে হলো তোর এক বছর পেলি নতুন বৌ শ্বশুর বাড়ি
মা বলে ছেলে আর নেইকো মোদের ধরেছে বৌয়ের শাড়ি ।
বৌ বলে শুনবে না তোমার মায়ের কথা , শোন আমার মাকে ,
নতুন দ্বন্দ্ব লাগলো আবার তোর আনা স্থিতির সংসারে ।
আসবে যে নতুন অথিতি তোর উরসে এ পৃথিবীতে
তাই নিয়ে সদাই ব্যস্ত পালবি কেমন গড়বি কেমন ওকে ভবিষৎতে ।
ফুটফুটে মেয়ে আজ হল তিন বছর , গুরুজনেরা আবার বলে
বংশে দিতে প্রদীপ আসুক ঘরে আর এক ছেলে ।
ও ছেলে ওরা কি আর বোঝে সবার মুখে দুমুটো ভাত জোটাতে
হচ্ছে যে তোর রক্তজল সকাল সন্ধ্যা সাঁঝে ।
এই ছেলে তোর কষ্ট কেউ কি আর বোঝে ?
সবার মুখে হাসি দিয়েছিস হাজার কষ্টের মাঝে ॥