কাষ্ঠমধ্যস্থ বহ্নির ন্যায় যিনি সর্বভূতের একমাত্র আত্মা
জ্ঞানকে ভালোবেসে আসে না কেন তার প্রতি শ্রদ্ধা
মনে মনে প্রাণের প্রভাব চিন্তা করে
জ্ঞান থেকে পরম বোধপ্রাপ্ত হন ভালোবেসে
সকল দেহীরই প্রাণের প্রতি ভক্তি করা কর্তব্য
কারণ জ্ঞান ছাড়া সকলি যেন অপূর্ণ
জ্ঞানকে ভাল না বেসে যারা অন্যান্য মতবাদী
আত্মতত্ত্ব নির্ণয়ে তাদের কোনো আগ্রহ নেই বলেই জানি
যাহা জ্ঞান, জ্ঞেয়, জ্ঞানগম্য, সর্বলোক দুর্লভ, পরম অদ্ভুত কর্ম
জ্ঞানকে ভালোবেসে তাহার সন্ধান করি না কেন?
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা