দেখতে চাইলে ভালোবাসা দেখা নাহি দেয়
হৃদয় মাঝে খুঁজলে তাকে পাওয়া যায়
ভালোবাসার হৃদয়খানি কাকে দিতে চাও
যাকে খুশি তাকে দাও তার মাঝে যেন নিজেকে খুঁজে পাও
যেদিন থেকে ভালোবাসা হৃদয়ে করে বাসা
সেদিন থেকে যেন হয়ে যাই আত্মহারা
ভালোবাসার মানুষের ভিতর থাকে ঈশ্বরগুণধন
ভালোবাসার তিরে তাকে করতে পার নিধন
ধরা নাহি দিতে চাহে ভালোবাসা নামে
মিলনের মাঝে যেন ভালোবাসা মিলে
কেমন করে ভালোবাসা কোথায় কখন হয়
খুঁজতে গেলে হৃদয় মাঝে চুপটি করে রয়
দেহের ভালোবাসা দেহ খুঁজে পায়
হৃদয়ের ভালোবাসায় দেহ যে হারায়
ভালোবাসতে যেবা জানে তার কাছে যাও
ভালোবেসে কাছে পেতে নিজেকে হারাও
ভালোবেসে যবে তুমি দিয়েছিলে প্রাণ
তোমার বিহনে দেহমন সকলি নিষ্প্রাণ।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা