কাজের গুণমানে ভালোবেসে হয়েছি আমি পক্ষীরাজ
শুধু ' ন্যাজের ' অভাবে হারিয়েছি আমার জাত
ভালোবেসে লোকে আমায় বলে গণতন্ত্র
তারা কী জানে আসলে কী আমার মূলমন্ত্র?
লক্ষ কোটি ভোটারের হাত
ভালোবেসে আমার মাথা ছুঁয়ে করে আশীর্বাদ
দু চারটে না নির্দল ভোট
আমিই ভাল না বেসে করি তাদের বয়কট
লক্ষ কোটি ভোটারের স্পর্শ
ভালোবেসে আমায় দিয়েছে ক্ষমতার এই বজ্র
চার, পাঁচ অথবা ছয় বছরের জন্য ভালোবেসে যারা আমায় দিয়েছে ক্ষমতার শাসন
তাদেরকেই আমি ধরবো যারা আমায় করেছে নির্ধারণ
জনগণের রায় নিয়ে ভালোবেসে এসেছি আমি ক্ষমতায়
গণতন্ত্র যে কী জিনিস তা আমি দেখিয়ে দিবো যেন হাড়ে হাড়ে টের পায়
শুধু ভালোবেসে ভোট দিয়ে হয় না যার সমাধান
একথা বুঝিয়ে বলাও যায় না কারণ ওরা যে অজ্ঞান
গণতন্ত্রের শেষ অংশটিকে পিষে নির্মূল করে দিবো
যেন গণতন্ত্রের অধিকার হারিয়ে থাকে শুধু দায়িত্ব।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা