ভালোবেসে জ্ঞানসম্পত্তি অর্জন হয়েছে যার
এই ভবসাগর নিয়ে দুশ্চিন্তা নেই তার
শরীরই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ সাধনের মূল
তাই  জ্ঞানকে ভাল না বেসে অবহেলায় হবে মস্ত ভুল
জ্ঞানকে যিনি ভালোবাসতে পেরেছেন
তিনি ছিন্ন, ভিন্ন, ক্লিন্ন, দগ্ধ বা শুষ্কও কখনো না হবেন
শব্দাদি যাকে আর অপহৃত না করে
ভালোবেসে শব্দ ব্রহ্ম তাকে কাছে টানে
শব্দাদি বিষয়ের সঙ্গে যার  নেই কোনো ভালোবাসার সম্বন্ধ
শব্দাদির ভোক্তা সে হবে না কারণ থাকবে না কোনো সংস্পর্শ
একাধিক স্বর্ণখন্ড বহ্নিদগ্ধ করে নির্দোষ করলে
ভালোবেসে তারা পরস্পর এক হয়ে থাকে
রাগদ্বেষাদিরূপ দোষরাশি জ্ঞানে দগ্ধীভূত হলে
ব্রহ্মের সাথে ভালোবেসে সম্যকরূপে মিলিত হবে
অগ্নির মধ্যে অগ্নি প্রক্ষিপ্ত হলে তার তুল্যত্ব প্রাপ্ত হয়
তেমনি জ্ঞানকে ভালোবেসে জীবাত্মা কী পরমে লয় নয় ?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা