ভালোবাসা বাসতে যেবা করে মানা
তার যে তিন চক্ষু কানা
ভালোবাসা জীবন মরণ ভালোবাসা সাথী
সাথী বিনে ভালোবাসা কেমন করে জানি
সব ভুলে ভালোবাসা যবে হবে মনে
তখনি ভালোবাসার টান ফুটে উঠে অন্তরে
ভালোই যদি বাসবে তুমি দেরি কেন করো
অপেক্ষার দহনে কেন দগ্ধ  করে রাখ
ভালোবাসার এমনি গুণ
বিনা আগুনে পোড়ায় জীবন
যে করে ভালোবাসায় প্রবঞ্চনা
তার জীবনে আসে যে গঞ্জনা
ঈশ্বরগুনে ভালোবাসা কেমন করে হয়
তারই কিছু ধরা আছে ভালোবাসায়।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা