জ্ঞানকে ভালোবেসে দৃঢ় ব্রতনিরত ঋষি
বেদের অর্থ অবগত হয়ে হন তিনি বনবাসী
জ্ঞানকে ভাল না বেসে ধর্ম না জেনে ঈশ্বরের অবজ্ঞা করেছে যে
ঈশ্বর অবজ্ঞা করায় তার সর্ব কর্মই বিফল হবে,
কেবল কর্মবলই লোকের রক্ষাবিধানে হয় না সমর্থ
ঈশ্বরসেবামূলক কর্মই ভালোবেসে রক্ষাকার্যে হয় সমর্থ
বেদসকল ত্রৈগুন্যবিষয়ক, সন্দেহ নাই
তাই ভালোবেসে ঈশ্বর ব্যতীত কোন কর্মতেই সফলতা নাই
জ্ঞানকে ভাল না বেসে পরকে যে দুঃখ দেয়
সে যে নিজের গর্তে নিজেই পতিত হয়,
মানব সেবামূলক কর্ম যে ঈশ্বর ধর্ম
সেই কথা ভুলে তবে কোন ভ্রমে আজ আমি মত্ত।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা