২১ শে ফেব্রুয়ারী
আমি যে তোমায় ভালোবাসি
রক্ত দিয়ে এনেছে যারা এই ভাষার স্বাধীনতা
আমি কেন ভুলে যাই তাদের মর্মব্যথা
শৃঙ্খলিত ভাষাকে করেছে যারা মুক্ত
সেই ভাষায় আজ আমি যে জীবনানন্দ
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এসেছে যে ভাষা
সেই ভাষায় খুঁজে পাই আমার যত আশা
সালাম, বরকত, রফিক, জব্বার কত ভাষা শহীদের রক্তে লেখা এই বাংলা
তাদের সকলের প্রতি রইলো আমার নত মস্তকের প্রেম ভালোবাসা
যে মানচিত্র এঁকে আজ দেশ স্বাধীন ভাষা স্বাধীন
অথচ আমি নিজ কারাগারে আজও বন্দি পরাধীন
বাংলা ভাষার জন্য অকাতরে যারা বিলিয়েছে প্রাণ
সেই ভাষার জয়গানে আমরা বুঝিয়ে দিতে চাই এখনও ভুলিনি তাদের অবদান
যদি মাতৃভাষারূপে দুগ্ধ করো পান
তবে মিটবে জ্বালা, হবে সকল দুঃখের অবসান
প্রাণের ভাষা, মনের ভাষা, প্রয়োজনের ভাষা
যা তাজা প্রাণের বিনিময়ে অর্জিত আ মরি বাংলা ভাষা
বুকের রক্ত ঢেলে এসেছে যে স্বাধীনতা
যে কোনো মূল্যে আমরা রক্ষা করবো তার শুদ্ধতা।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা