লাজ লজ্জা ভয়
মানব জীবনে যা দাড়ি, কমা, সেমিকোলন হয়,,
বাংলা ব্যকরণ শিখতে পারিনি আমি
তাই জীবনের ব্যকরণেও রয়ে গেছে ভ্রান্তি,
কোথায় কখন কার ব্যবহার হবে
সব ভুলে এখন আমি ব্যস্ত নতুন ব্যকরণ তৈরিতে,
অধ্যাত্ম বিজ্ঞান হয় চির নতুন
কিন্তু ব্যবহারিক বিজ্ঞান সময়ে হয়ে যায় পুরাতন,
দাড়ি কমা সেমিকোলনের ব্যবহার শিখতে না পেরে
তাই নন স্টপ গতি নিয়ে চলছে এই ভাঙা দ্বিচক্রযানখানি অজানা আনন্দে,
অজানা ভয়ের যে ঠান্ডা স্রোত প্রবাহিত হয় মানব সভ্যতার শিরদাঁড়ায়
তার অন্তঃস্থলে কিন্তু কাজ করে এই ভয়টাই।
সংগ্রহ : আদর্শ লিপি, ধৰ্মগ্রন্থ, পত্র পত্রিকা