জ্ঞানকে ভালোবেসে সত্যাসক্তিই পরম ধর্ম
এবং সত্যেই সকল প্রতিষ্ঠিত,
জ্ঞানে বৈরাগ্য লক্ষণ যার হয়েছে দৃষ্ট
ভালোবেসে অবগত আছেন তিনি পরম ধর্ম,
তত্ত্বজ্ঞানবলে অন্য সমস্ত করো তুমি নিরস্ত
আর ক্রোধাদি নির্মূক্ত হয়ে ভালোবেসে হও তুমি স্বস্থ,
একমাত্র বিবেকের আশ্রয় নিয়ে
পরমানন্দে পরিপ্লুত হও জ্ঞানকে ভালোবেসে,
জ্ঞানকে ভালোবাসে যে
নীলকণ্ঠ পুরান পুরুষকে দেখতে পায় সে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা