শিখতে গেলে ভালোবাসা যাব কোথায় কখন
সঙ্গে করে নিয়ে যাব সকল ধন জন
ভালোবেসে যবে তুমি কাছে এসেছিলে
সকল কিছু ভুলে গেছি তোমার দেখা পেয়ে
ভালোই যদি বাসো তুমি দেখা হবে আবার
না বাসলে ক্ষতি নেই স্মৃতি রবে অন্তর মাঝার
ভালোই যদি বাসো তুমি বাসার মতন বাসো
ছাড়তে গিয়ে ব্যথা পেয়ে কেন ফিরে ফিরে আসো
ভালোবাসার মাঝি তুমি ভালোবেসে নৌকা ঘাটে ভিড়াও
আর কেমন করে যাত্রী বেশে নৌকায় তুলে নাও
ভালোবাসার এমন টান দূরে নাহি ঠেলে
দূরে গেলে ভালোবাসার রূপের প্রকাশ ঘটে
তুমি আমার আমি তোমার এই অঙ্ক যেবা জানে
তার কাছে ভালোবাসার পূর্ণ প্রকাশ ঘটে
স্বর্গ মর্ত পাতাল - যেখানেই যাও
ভালোবাসা বিনে ঠাঁই নাই কোথাও
ভালোবাসার এমন গুণ পোড়াতে যে পারে
আবার ভালোবাসার শীতল গুণ আগুন নেভাতে জানে
ভালোবাসার তরে জীবন যদি যায়
স্বার্থক জীবন তবে কেমন করে হয়
ভালোবাসা শিখতে গিয়ে তোমায় পেলাম যদি
ছাড়বো নাকো ভালোবাসা যদি না দাও ফাঁকি
সময় দিয়ে ভালোবাসো যদি বাসতে চাও
সময় দিয়ে ভালোবাসায় দুঃখ কেন দাও
ভালোবেসে জীবন যদি সফল করতে চাও
সময় থাকতে ভালোবাসা হাতে তুলে নাও
ভালোবেসে তোমায় যদি না পাই জীবনে
ব্যর্থ এ জীবন তোমার বিহনে
ভালোই যদি বাসবে তুমি শর্ত বলো কী
শর্ত দিয়ে ভালোবাসা কখনও হয় নাকি
যার ভালোবাসার টানে অন্তর ছুঁয়ে যায়
তার ডাকে সাড়া না দিয়ে কী থাকা যায়
ভালোবেসে দুঃখ যদি দূরে যায় চলে
এমন ভালোবাসা বলত কে না বাসে?
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা