যে প্রেমে মেলা মেশার সুযোগ অতি দুর্লভ
সেখানে একটি চুম্বন অতিরিক্ত সংবেদন, যেন আশ্চর্য শিহরণ,
আর শরীর যদি সহজলভ্য হয়ে আসে
তবে সেখানে আবেগও ধরা দেয় ফিকে হয়ে,
কোন প্রেম কোন বয়সে কিভাবে উপভোগ করতে হবে
একজন পোড়খাওয়া  ফেরিওয়ালাই শৈল্পিক আকারে পারে সেই মুহূর্তের ছবি আঁকতে,
চোখের অব্যক্ত কথার গভীরে যদি হারিয়ে যায় মন
তবে সেই মনই তুলে আনতে পারে সাত সমুদ্রের অমূল্য ধন,
নিজের শরীরে নিজেই প্রেমের আগুনে যদি পোড়াতে না পারি
তবে সেই প্রেমের অনুভূতি আসবে না তা কী জানি,
প্রেমের আগুনে জ্বলে নিজেকে করবো খাঁটি
অন্তরের প্রেম মুখে এনে ছল ছল হবে আঁখি,
বিপ্লবী মন ডেকে আনে প্রেমের আগুন
নিজেকে না অন্যকে পুড়িয়ে শান্তি পায় সেই মন,
প্রেমের রাসায়নিক উন্মাদনা যদি স্তিমিত হয়ে  আসে
তবে তুমি কী দিয়ে আর প্রেমের তরী বাইবে,
" জ্ঞানফল" খেলে প্রেম আসে না হারিয়ে যায়
বাস্তব অভিজ্ঞতা পেতে আমার তবে এখন কী হবে উপায়,
প্রেমের আগ্নেয়াস্ত্র থেকে যদি ছুটে আসে বুলেট
তবে তা কী ফিরিয়ে দিব না কী হৃদয় মাঝে গ্রহণ করে নিজেই হারিয়ে যাব।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা