এক লিটার বোতলবন্দি জলের বাজার মূল্য দুই লক্ষ চৌত্রিশ হাজার টাকা মাত্র
আর আমি পুকুর,নদী, খাল, বিল বা টিউবওয়েলের জলকেই ভালোবাসতে বাধ্য                            
একই জীবন তবে কোথায় পার্থক্য
অবস্থাভেদে ভালোবেসে যে যেমন ভাবে সবই ভাবনামাত্র,
কখনও ভাল না বেসে ভাগ্যকে দুষি, কখনও কর্মকে আবার কখনও অর্থ
জীবনবোধের সুবিধাভোগী আমিই সেই হতভাগ্য যে নিজ হাতে গড়ি সেই ভাগ্য,
নগ্ন সত্যকে ভয় পেয়ে জীবনকে আড়াল করে রাখি
কারণ সত্য নয় মিথ্যের মোড়কে চাকচিক্যের পরিবেশনকেই আমি ভালোবাসি,
শুধু অর্থ দিয়ে যদি কেনা যেত সেই বিদ্যা
তবে যিনি ভালোবেসে ব্রহ্মাণ্ড গড়েছেন, গড়ছেন ও গড়বেন তিনিই হয়ে যেতেন মিথ্যা,
যখন অর্থ,ক্ষমতা ও বিলাসী মন একসাথে করে খেলা
তখন আমার আমিকে চিনতে না পেরে আমি হয়ে যাই আত্মভোলা,
'কিন্তু' দিয়ে সবকিছুতে পান্ডিত্য প্রকাশ করি
শেখার মধ্যে শিখেছি ওটুকুই যা আমার জীবনবোধের সঙ্গী,
যে নিঃশ্বাসের বিশ্বাস  নাই, যার ইচ্ছে ছাড়া গাছের পাতাও না নড়ে
তবে আমার কোন সাধ্য আছে ভুল করেও ভুলে যাই তাকে ভালোবাসতে,
শীতের রাতে বস্ত্রহীন হয়ে ফুটপাথে কাটে যাদের  রাত্রি
আর দালানের রুম হিটারে কাটায় যারা তারাও এই পৃথিবী যানের যাত্রী,
জীবনবোধের এই ভিন্ন চিত্র ভালোবেসে অনুভবে আনতে হবে
বিধাতা যেন এই বোধটাই ভাল না বেসে না নেন কেড়ে,
অর্থের অর্থকে চিনতে না পেরে আজ আমি আমির
সেই অর্থকে ভালো না বেসে কেড়ে নিলে আমি যে ফকির।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা