জ্ঞানকে ভালোবেসে গুণবৃত্তি পরিহার করলে
সেই যোগীর অবনতি হয় না কোনোকালে,
জ্ঞানকে ভালোবেসে মনে জায়গা দিবে
আর চিন্তামণি কণ্ঠে ধারণ করবে,
সাধুভাবিত নবশক্তিময় হৃদয়পিঠে জ্ঞানকে ধরে রেখে
রম্য হৃদপদ্মে আধারশক্তি হতে জ্ঞানাত্মা পর্যন্ত ভালোবাসবে,
জ্ঞানকে ভালোবেসে নবশক্তিকে নবস্বর যুক্ত রসনার রসকথায়
জ্ঞান তপস্যার জ্ঞানচক্ষুমুনি যেন শান্তি পায়,
জ্ঞানকে ভালোবেসে ভক্তিদণ্ড পুষ্পমাত্রেই যিনি তুষ্টিলাভ করেন
প্রেম কাতর হৃদয়ে ডাকলে তার ফল না যায় বর্ণন।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা