আমি কে? জগতের কিরূপে উৎপত্তি? কেই বা কর্তা আর উপাদানই কী?
জ্ঞানকে ভালোবেসে এইরূপে নানাপ্রকার অনুসন্ধানের নামই বিচার বলে ভাবি,
জ্ঞানকে ভালোবেসে বিভেদের প্রাচীর ভেঙে ফেলো
অশুভ শক্তির নাশ কিভাবে হয় নিজ চক্ষে দেখ
হেতু ছাড়া ভালোবাসা হয় কেমনে
হেতু নিয়ে ভালোবাসা যায় কী পরানে?
শব্দব্রহ্মের জাগরণ ঘটাতে যদি চাও
বর্ণমালার ভালোবাসা গলায় তুলে নাও,
জ্ঞানকে ভালোবেসে যে করে নিষ্কাম কর্ম
হবে তা পরলোকে ফলপ্রদ,
জ্ঞানকে ভালোবেসে অসদবাক্য, অনৃতবাক্য ও কর্কশবাক্য পরিত্যাগ করা অবশ্য কর্তব্য
অসদশাস্ত্র, অসদবাদ ও অসৎ সেবাও পরিত্যাগ করো
জ্ঞানে সুখ, জ্ঞানেই দুঃখ – ভালোবেসে যা মনেই অবস্থিত
তাই  উহা মনেরই ধর্ম বলে জান,
দুঃখ থেকে সম্যক জ্ঞান, জ্ঞান থেকে যোগ, যোগ থেকে মোক্ষ
মমতাসক্ত চিত্ত থেকে হয় দুঃখ তাই তুমি জ্ঞানকে ভালোবাসো,
জ্ঞানলাভ হলে যে অজ্ঞান বিয়োগ ঘটে
ভালোবেসে তাকেই মুক্তি বলে।



সংগ্রহ : আদর্শ লিপি , ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা