জ্ঞানকে ভালোবেসে ত্রিলোকদুর্লভ সত্য যে পেয়েছে
চিন্তার অতীত সত্যপুরুষের দর্শন তার হয়েছে,
জ্ঞানকে ভালোবাসলে অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম তপ
অহিংসা পরম জ্ঞান এবং অহিংসায় পরম ফল,
পরোপকার মানেই পুণ্য আর পরপীরণেই পাপ
তাই তুমি জ্ঞানকে ভালোবেসে থাকো নিষ্পাপ,
পুণ্যের ফল বৃদ্ধি আর পাপের ফল হানি
তাই আমরা জ্ঞানকে ভালোবাসি,
মানুষের প্রতি বিদ্বেষভাব তিনিই করেন
যিনি জ্ঞানকে ভালোবাসতে না জানেন।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা