'ম' মৌলিক
ভালোবেসে 'ন' যোগে হয় সে যৌগিক,
এই 'ম' ও 'ন' এর দাপটে
ভালোবাসা হারিয়ে আমার অবস্থা চ্যাপ্টা চিঁড়ে
মৌলিক 'ম' একা থাকলে ক্ষতি নাই
ভালোবেসে যৌগিক হলে তার দাপট সহ্য করা অসহ্য তাই,
'ম' তার মৌল নিয়ে আছে মহাসুখে
ভালোবেসে 'ন' মিলনে যৌগিক হলে যত বিভ্রাট ঘটে
'ম' নিয়ে কোনো গবেষণা চলে না
যতক্ষণ ভালোবেসে পাশে 'ন' যুক্ত হয় না
বিধাতার এমনই ইচ্ছে 'ম' এর সাথে যৌগ দাঁড় করিয়ে
ভালোবেসে যত গন্ডগোল পাকায় হেসেখেলে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা