জ্ঞানকে ভাল না বেসে পরাধীন ব্যক্তি দুঃখী হবে
আর আত্মবশ ব্যক্তি সর্বদাই সুখী হবে,
যে কর্মে অন্তরাত্মা প্রসন্ন হয়
বিদ্যাকে ভালোবেসে সেই কর্মই করা উচিত বলে মনে হয়,
যাহার চিত্ত নির্মল, সে সর্বতীর্থেই স্নাত, সর্বমল হতে বর্জিত
তার দ্বারাই  ভালোবেসে শতযজ্ঞ হয় অনুষ্ঠিত
বিশ্বেশ্বর ভালোবেসে যদি হন প্রসন্ন
তবেই চিত্তশুদ্ধি সম্ভব অন্যথা অসম্ভব যেন,
জ্ঞানকে ভাল না বেসে যে ব্যক্তি সত্যধর্ম হতে হয় বহিঃস্কৃত
সে তো শ্মশানবৎ পরিত্যাজ্য।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা