ভালোবাসার প্রদীপ যদি জ্বালাও অন্তরে
রইব আমি চিরকাল তোমার অধীন হয়ে,
ভালোই যদি বাসতে জানো লুকোচুরি কেন
কিসের শঙ্কা কিসের ভয়ে ভীত হয়ে থাকো,
ভালোবাসতে মানবজীবন নাহি পাবে আর
বাসার মতন বাসো যদি ধন্য জীবন তার,
ভালোবাসার এমন শিকল ছিন্ন নাহি হয়
ছিন্ন শিকল হলে একবার জোড়া না লাগয়,
ভালোবাসা দেখতে কেমন দেখা নাহি যায়
দেখতে গেলে ভালোবাসার পাখি উড়ে যায়,
ভালোবাসার বন্ধনে বন্দি যে জন
তার মতো সুখী আছে কজন,
শুনাও আমায় ভালোবাসা কেমন করে হয়
শিখে আমি ভালোবাসবো যেন তোমার মতন হয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা