জ্ঞানকে ভালোবেসে জ্ঞান চরণে আন তোমার মন
এবং চিরদিনের জন্য করো সমর্পণ,
চরাচর সকলই ভালোবেসে জ্ঞানধর্মে অবস্থিত
তাই জ্ঞান অতি দুষ্কর কর্ম,
তপস্যা ও বিদ্যার আধিক্যক্রমে
ব্রহ্মিষ্ঠগণ ভালোবেসে থাকেন বিদ্যমান পরস্পর পরস্পরের পূজক রূপে,
দ্বেষ ও রাগরহিত ব্যক্তিগণ ভালোবেসে যে ধর্ম আচরণ করে
সদবুদ্ধি ব্যক্তিগণ তাকেই ধর্মমূল সদাচার বলে,
আমি জীবিত বা মৃত যে অবস্থায় থাকি
জ্ঞান যেন সর্বদাই ভালোবেসে হয় সহচরী।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা