ব্যর্থ বাক্য সকল পরিত্যাগ করিয়া
আত্মা বিশুদ্ধির নিমিত্ত যাও জ্ঞানকে ভালোবাসিয়া,
জ্ঞানের সমান বন্ধু নাই, তীর্থ নাই, তপস্যা নাই
পুণ্য নাই, গতি নাই, এমনকি ভালোবাসাও নাই,
যাহা সত্য অনন্ত জ্ঞানময় সনাতন পূর্ণ ব্রহ্ম
যত অজ্ঞানপাশ ছিন্ন করে তাকে ভালোবাস,
ভালোবেসে ভক্তির সহিত জ্ঞানকে স্মরণ করো
যাতে সকল অজ্ঞানরাশি হয় বিনষ্ট,
জ্ঞানের আকৃতি নাই, আকাঙ্খা নাই
ভালোবেসে ভক্তিকেই কাঞ্চন জ্ঞান ছাড়া তপস্যা নাই।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা