ভালোবাসার এমনি গুণ ছাড়া নাহি যায়
ছাড়তে গেলে দেহ মন সকলি পোড়ায়,
স্বার্থের ভালোবাসা যাকে পেয়ে বসে
দুঃখ ছাড়া তার অন্য কিছু নাহি থাকে পাশে,
ভালোবেসে যবে তুমি কাছে এসেছিলে
সকল কিছু ভুলে গেছি তোমায় পেয়ে কাছে
ভালোবেসে কাছে এসে আঘাত কেন দিলে
না বাসলে ভাল তুমি কেন এলে কাছে?
ভালোবাসায় সফল জীবন যদি তুমি মানো
ভালোবাসতে বাধা কোথায় তুমি আমায় বলো,
বাসতে এলে ভাল তুমি ভুলে কেন গেলে
মন পুড়িয়ে কতকাল রবে আড়ালে,
ভালোই যদি বাসো তুমি বাহানা কেন করো
ছল করে ভালোবাসার আগুন কেন জ্বালো,
ইচ্ছে হলে ভালোবাসো না হলে বেসো না
ভালোবাসার অচেনা সমুদ্রে ফেলে দিও না
শিখতে চাই ভালোবাসা শেখাও যেমন করে
চুপটি করে রব আমি সারা জীবন ধরে
ভালোবাসার কাঙাল আমি বাসতে নাহি জানি
ভালোই যদি বাসবে তুমি কাছে এসো শুনি।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা