জ্ঞানকে ভাল না বেসে রাগ করা ভাল নয় একথা কিন্তু মিথ্যে নয়
রাগের আকস্মিকতায় শরীরের আবশ্যিক প্রক্রিয়াগুলো ব্যাহত হয়
জ্ঞানকে ভাল না বেসে রাগ করা শরীরের পক্ষে তা অনিষ্ট করা
চোখে লাল, কান গরম, ঠোঁট শুকনো, নাক স্ফীত, ঘাম ঝরা
জ্ঞানকে ভাল না বেসে রাগ করলে প্রচুর শক্তি ক্ষয়ে হৃদপিন্ডের স্পন্দন বাড়ে, ফুসফুসের সক্রিয়তা বাড়ে, হজমের গোলমাল ঘটে
জ্ঞানকে ভাল না বেসে রাগ করলে হৃদরোগজনিত ঘটনা ঘটে
উত্তেজনা বা রাগের কারণে দুর্ঘটনাও ঘটতে পারে
জ্ঞানকে ভালো না বেসে রাগের পেছনেও চাই শক্তির জ্বালানি
আর শরীরের সমস্ত নিহিত শক্তি তখন রাগের পেছনে যায় চলি
জ্ঞানকে ভালো না বেসে রাগের ফলে
যথেষ্ট আশঙ্কা থাকে বদহজমের
জ্ঞানকে ভাল না বেসে রাগের ফলে শরীরের কটিদেশে যে গ্রন্থি আছে
সেই গ্রন্থি তখন চাপ দেয় স্নায়ুতন্ত্রের ওপরে
জ্ঞানকে ভালোবেসে রাগকে সংযত রাখা দরকার
না হলে শারীরিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা আনে যা স্বাস্থ্যের পক্ষে হানিকর
জ্ঞানকে ভালোবেসে রাগ যদি এড়ানো যায়
তবে কী ক্ষতির লোভে মিছে রাগ করা কয়?