জ্ঞানকে ভালোবেসে শব্দ তীর্থ স্নানে
মনতীর্থ পরমাণুপরিমানেও বিচলিত না হবে,
জ্ঞানকে ভালোবেসে ধর্মের চিত্তে যদি প্রসন্নতা জন্মে
মহাবেগশালী বর্ষণও তার বাধা দিতে না পারে,
আমার ঔরসজাত সন্তানকে আমি এত ভালোবাসি
কিন্তু আমি যার ঔরসের তার কথা না ভাবি,
সংসারকাননে পথহারা ভ্রমণে ব্যস্ত যারা
ভালোবেসে জ্ঞানের আলোয় পথ খুঁজে নাও তারা,
অনিমেষ নয়নের টাইমপাস করো জ্ঞানকে ভালোবেসে
আর মনোভিষ্ট পূর্ণ করো হেসে খেলে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা