ভালোবাসার মালা যদি গলায় পড়ে নাও
তবে ভালোবাসার কাঙাল হয়ে ঘুরে কেন বেড়াও,,
ভালোবেসে সকল কিছু করতে পার জয়
ভালোবাসা বিনে তোমায় হতে হবে ক্ষয়,
ভালোবাসায় দোষ নাই কিন্ত প্রকাশ কর যদি
অমনি তোমায় খাঁচায় পুরবে করে আসামী,
ভালোবাসার দেখা  যবে পেলে মনে
অমনি তুমি সকল কিছু ছেড়ে কেন দিলে,
ভালোবাসার আগুন যাতে তোমায় না পোড়াতে পারে
এমনি করে ভালোবাসো সারা জীবন ধরে,
ভালোবাসা দেখতে কেমন না বুঝে ভালোবাসলে
ভালোবেসে হোঁচট খাবে দুঃখ পাবে ক্ষণে ক্ষণে,
ভালোবাসা কাকে বলে বলতে যদি পারো
ভালোবাসায় দোষ থাকে না যত পারো বাসো,
যে নদীতে ঝাঁপ দিলে ভালোবাসা মিলে
অন্য জলে ঝাঁপ দিয়ে কাপড় ভেজালে,
ভালই যদি বাসো তুমি তবে দূরে কেন রও
কাছে এসে ভালোবাসার কোন আগুনে পোড়াও,
এ বিশ্বে ভালোবাসা যে করে সৃজন
অমর হয়ে থাকে সে জন,
প্রকৃত ভালোবাসা বাসে যে জনা
এ বিশ্বে অমর হয়ে থাকে সে জনা,
ভালোবাসা নাই যার অন্তরে  
বৃথা জন্ম তার এ ভব সংসারে,
ভালোই যদি বাসো তুমি দুঃখ কেন দাও
আবার অপরাধী করে নিজেকে কেন লুকাও,
ভালোবাসা এমনই দামি
যা ব্যতিরেকে এ জীবন শুন্য মরুভুমি,
ভালোই যদি বাসো তুমি খোলা মনে রবে
দুহাত ভরে ভালোবাসা উজাড় করে দিবে,
নিঃস্বার্থ ভালোবাসা যার অন্তরে থাকে
জগৎ সংসার তাকে চিরদিন মনে রাখে।



সংগ্রহ: আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা