বর্ণচয়নে ও বর্ণলেপনে হও যদি সমান দক্ষ
তবেই ভালোবেসে জ্ঞানচর্চার দিগন্ত হবে প্রসারিত,
জ্ঞানচক্ষুমুনি ভালোবেসে জ্ঞান তপস্যায় থাকে রত
যথা তথা দুঃখে ভগ্নমনা হয় না তার চিত্ত,
ঘোড়াছাড়া ঘোড়ার গাড়ি ভাল না বেসে দেখতে যেমন লাগে
তেমনি একান্তই অজ্ঞান হিতাহিতবোধশুন্য মানুষ জ্ঞানময় শাস্ত্রে,
অদ্বৈত ব্রহ্মবিজ্ঞানে আশ্চর্য এক সারল্য আছে
ভনিতাহীন অকপটে ভালোবেসে তা স্বীকার করতেই হবে,
জ্ঞানকে ভালোবেসে যাহার অনন্ত তৃপ্তি হয়
মহাদেব তাহার প্রতি অতীব তুষ্ট রয়।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা