ভালোবেসে হৃদয়ে যাকে দিলাম স্থান
তাকে কেন পাই না বন্ধু ওষ্ঠাগত প্রাণ
ভালোবাসা জপের মালা যে নিয়েছে হাতে
প্রেমের ঠাকুর তাকেই বলে জপতে পারে  বলে
তোমার আমি আমার তুমি এই মন্ত্র বলে
সকল কিছুই তুচ্ছ হবে ভালোবাসা বিনে
পাগল হয়ে ভালোবেসে যাকে তুমি খোঁজ
ভালোবেসে পাগল হয়ে তাকেই তুমি চাহ
চাইতে গেলে ভালোবাসা কম যে পড়ে পাতে
না চাইলে ভালোবাসা কেমন করে পাবে
কর্মবন্ধনে যে ভালোবাসা মিলে
তার দেখা পেতে গেলে কর্ম করে যাবে
বিনা কর্মে ফল পেতে নাহি চেষ্টা করো
ভালোবেসে কর্ম করে ফল পেতে ত্রুটি নাহি রাখ
কর্মহীন ফল পেলে তার যেমন মান
ভালোবেসে কর্মযুক্ত ফলে কিন্তু বাড়ে সম্মান
অসময়ে ভালোবেসে সময় হারাও যদি
সময় থাকতে ভালোবেসে যা পাবে তুমি
ভালোবাসার সমান তুমি কিছু পাবে নাকো  
এই কথা মনে রেখে ভালোবাসতে থাকো
ভালোবাসায় সার্থক জীবন যখন বুঝে যাবে
ভালোবাসা ছাড়া আর অন্য কিছু নাহি চাবে
ভালোবাসায় মন প্রাণ যেবা দিতে পারে
তার ভালোবাসায় সন্দেহ নাহি থাকে
ভালোবাসার টানে যে বা ছুটে যায়
ভালোবেসে তাকে পেলে সকল দুঃখ হারায়
ভালোবেসে কাছে এসে আনন্দ যদি দিলে
দুঃখ কেন পেতে হল তোমা বিনে?


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা