হৃদয় ব্যথা করতে বিদুরিত সাধ আছে সাধ্য নাই
তাই ভালোবেসে শান্তিকর্মে শান্তিপ্রদ শান্তাদেবীর স্মরণ চাই,
অখণ্ড ব্রহ্মরূপ পরমজ্ঞান করতে উদ্ধার
ভালোবেসে জ্ঞানচর্চার দিগন্ত প্রসারিত করা দরকার,
জ্ঞানকে ভালোবেসে আনন্দাশ্রুধারায় যদি হয় নেত্রনীরবর্ষণ
ভাঙ্গনে অবিদ্যার শৃঙ্খল কিন্ত অটুট রবে শৃঙ্খলার বন্ধন,
যদি তুমি পাও অন্ধকার থেকে নিষ্ক্রমণের পথের দেখা
ভাববে জ্ঞানের প্রতি জন্মেছে ভালোবাসা,
জ্ঞান ভালোবেসে মনুষ্যদের উৎকৃষ্ট জ্যোতি দান করে
আর নিত্যই জ্যোতির ক্রিয়া যেন এই কথা বলতে চাহে।



সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা