জ্ঞানকে ভালোবেসে বিশুদ্ধ হৃদয় হলে
তবেই শ্রেয় বিষয়ে বুদ্ধি জন্মে,
যারা জ্ঞানকে ভালোবেসে সর্বদা সর্বাবস্থায় কর্ম মন ও বাক্যে পরপীড়া না করে
যম তাদের যমালয়ে না যায় লয়ে,

জ্ঞানের প্রতি ভালোবাসাহীনতাই যার মতি
বেদ, দান, ধ্যান, অধর - কোনো কিছু দ্বারাই হয় না তার স্বর্গতি প্রাপ্তি,
অহিংসা পরম ধর্ম, অহিংসাই পরম তপ, অহিংসা পরম দান
ভালোবেসে এসকল আছে বলে মুনিদের থাকে মান,
ঋজু বক্র নদী সকল যেমন সমুদ্রে প্রবেশ করে
তদরূপ নিষ্কাম ভালোবাসা অহিংসায় প্রবিষ্ট হবে,
জ্ঞানকে ভালোবাসে যে সর্বভুতে অভয় প্রদত্ত হয় সে
আর সর্বতীর্থে স্নাত ও সর্ব  যজ্ঞে দীক্ষিত কয় তারে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা