হৃদয়ের গভীরে যে ভালোবাসা  থাকে
তাকে তুলে আনতে ভালোবাসাই লাগে,
হৃদয়কে ভালোবেসে থাকো তুমি গভীরে
আর আমার ভালোবাসা যে উপরে উপরে,
ভালোবেসে কত কথা জমে আছে মনে
প্রকাশ করতে পারিনা কোন সংকোচে,
ভালোবাসায় রুচি যদি থাকে অন্তরে
একদিন না একদিন তা প্রকাশ পাবে,
ভালোবাসায় সুখ আছে,ভালোবাসায় জ্বালা আছে
তবুও ভালোবাসা ছাড়া জীবন না চলে,
তোমাকে ভালোবাসতে কে বলে দেয়
তার খবর জানতে কখনো কী ইচ্ছা হয়,
আমার আমিকে চিনি না আমি
তাইতো এখনও ভালোবাসতে শিখিনি,
তোমার প্রেমে পাগল আমি
তোমার ভালোবাসা না পেলে বাড়ে যে পাগলামি,
প্রেম করি প্রেমের রীতি না জানি
তাই ভালো না বেসে ভালোবাসার ভান করি,,
প্রেমের রীতি বুঝে না মতিগতি
ভালোবাসা চেয়ে পাগল করে মনের গতি,
সাগরের গভীরতা যত প্রেমে হৃদয়ের গভীরতা তার চেয়েও শত শত
তাই তুমি দেখে শুনে ভালোবাসো,
প্রেমে যুক্তি যদি ঠিক না থাকে
ভাল না বেসে বুদ্ধি তবে ঘুরতে থাকে,
নিজ চিত্তে সংসারের ক্ষনিকত্ব চিন্তা করিয়া
ভালোবেসে প্রেম করবে কিনা ভেবে দেখো মন দিয়া।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা