চিত্ত যদি দয়াহীন হয়
তবে জ্ঞানকে ভালোবাসতে সেই মন সম্মত নয়,
যে বিশেষ কৌশল অবলম্বন করে চিত্তে প্রবেশ করা যায়
ভালোবেসে তা বলে দিয়ে ক্ষান্ত করো আমার হৃদয়,
প্রতারণা করে অপরের চিত্তে যদি দুঃখ দাও তুমি
সেই কষ্ট বুঝতে জ্ঞান বিবেক তৈরী আছে কী?
হৃদয়েশ্বরের দর্শন ব্যতীত যার চিত্ত ব্যাকুল হয়
তার ভালোবাসা খাঁটি এ কথা মন মানতে না চায়,
যার দর্শন ব্যতীত চিত্তের আনন্দঙ্কুর ছিন্ন হয়
তার ভালোবাসাই সার্থক না মেনে আছে কী উপায়,
নীচের নিকট হতেও উত্তমা বিদ্যা শিক্ষণীয়
কারণ চিত্ত ভালোবাসে জ্ঞানকে সেকথা জানেন স্পষ্ট মূঢ়ও,
ধর্ম ধন নরগন ভাল না বেসে চিত্তের ধর্ম ত্যাগ করে যদি
তাতে যে নিষ্ফল ফল ফলবে এতে সন্দেহ না করাই যুক্তি,
চিত্তের ক্রিয়া কালকে জ্ঞাত আছে যে জনা
বিদ্যাকে ভালোবেসে ক্রিয়াফল পায় সে জনা,
সুদুঃখিত চিত্তে ক্রন্দন না করে
ভালোবেসে আনন্দ কোরো অগ্নিবিদ্যাকে ঘিরে,
অদূর কেন সুদূর ভবিষ্যতেও অটুট বন্ধনে থাকবে বাঁধা
চিত্তের প্রতি খাঁটি হয় যদি তোমার ভালোবাসা।
সংগ্রহ :: আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র-পত্রিকা