আমি অলীক অভিমানে দগ্ধ
জ্ঞানকে ভাল না বেসে ক্ষণ,ভঙ্গুর বিভবের বিলাসে মত্ত,
আমার এই অজ্ঞান তৃষ্ণাকে হরণ করো শীঘ্র
আর হৃদয়বাসিনি নিত্যা লক্ষ্মীকে ভালোবেসে করো জাগ্রত,
আমার অজ্ঞান-মোহ পাশ ছেদন করে
হৃদয়ে জ্ঞানকে প্রতিষ্ঠা করো ভালোবেসে,
গুহ্যাতিগুহ্য অগ্নিবিদ্যা দ্বারা লভ্য যে ভালোবাসা
ভালোবেসে তাই চাই তুমি কিন্তু কোরো না অবহেলা,
চঞ্চল চোখের দৃষ্টিতে তুমি যদি ভালোবাসো আমাকে
তবে শুন্য হৃদয়ে দশদিক ঘুরে শান্তি পাবো না এ জীবনে।
সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা