জীবের আছে দুটি চোখ মনের চোখ সহস্রাধিক,
সেই চোখে চোখ পড়ে যখনই ভালোবেসে পাগল হই আমি,
ভালোবাসবো বলে অঙ্গীকার করে বসে আছি
যাকে আমি ভালোবাসবো তাকে না চিনি,
চোরকে চুরি করতে আর গৃহস্থকে ঘর সামলাতে বলা
ভালোবেসে এ যেন বিধাতারই খেলা,
চোরকে চুরি করতে বলে, পুলিশকে ধরতে বল
প্রভু তুমি ভালোবেসে কোন বলে এসব করো,
চোর আছে,পুলিশ আছে,আবার বিচার করতে আদালত আছে,
বলতেই হয় প্রভু ভালোবাসায় তোমার দখল আছে।


সংগ্রহ : আদর্শ লিপি, ধর্মগ্রন্থ, পত্র পত্রিকা